বর্ণমালার ছড়া -৯

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৪৫:২৫ দুপুর



য তে যাদুকর

ছুঁইয়ে দিলে কাঠি

কবুতর হয়ে যায়

রুপার থালা বাটি।

র তে রেলগাড়ি

চল ঝিকঝিক

রেলে চড়ে মামাবাড়ি

যাব ঠিকঠিক।

ল তে লিচু

পাকে মে মাসে

খোসাটা ছেড়ে নিলে

জিভে জল আসে।

শ তে শাপলা

জাতীয় ফুল

জলের উপার পাতা ভাসে

জলের নিচে মূল।

ষ তে ষাড়

বৈশাখের মেলা

ষাড়ের লড়াই দেখে

কেটে যায় বেলা।

বিষয়: বিবিধ

৫৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File