প্রীতির ভারে নীতির হার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:২৩:৫৭ সকাল
খালেদা জিয়া স্বামীর ভক্ত
শেখ হাসিনা বাবার
ভক্তি শ্রদ্ধা ধারণ করেই
চালছে গুটি দাবার।
এরশাদ যেমন নারী ভক্ত
একটা হলেই চলে
বউ থেকেও খাট আলাদা
সংসার কী আর বলে?
জামায়াত ইসলাম ধর্ম ভক্ত
পাল্টায় আবার নীতি
ডান বাম হিসেব করে
জোটের প্রতি প্রীতি।
আছে কিছু রাম শাম
বাম ভানের দল
সুযোগ বুঝে হাসে আবার
ফেলে চোখের জল।
এই আমাদের রাজনীতি
নীতির চাইতে প্রীতি
সেই প্রীতিরই মাসুল গোনা
আমার দেশের রীতি।
বিষয়: বিবিধ
৬০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন