কোরানের আলো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:৫১:১৫ দুপুর
কোরান শিখে কোরান পড়ে
কোরান বুঝে চলি
রিপুর সাথে যুদ্ধ করে
পিষ্ঠ করে দলি।
আসবে যদি বাধার পাহাড়
হাসি ঠাট্টার ঢল
রুদ্ধ আলো কেবল আঁধার
জাল বিছানো ছল।
সামলে নিয়ে হাসি মুখে
কোরানটাকে চুমি
বলব দেখো আমার বুকে
কোরান আবাস ভূমি।
বিষয়: বিবিধ
৬৮২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন