বর্ণমালার ছড়া - ৪

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:৩৬:০১ দুপুর



ক তে কলা

খেতে পার তবে

ছোকলাটা ডাষ্টবিনে

ফেলে আসতে হবে।

খ তে খই

থাকে যদি ঘরে

যত পাও তত খাও

পেট না ভরে।

গ তে গরু

খায় ঘাস মাঠে

মাঝি ভাই গান গাই

তরী বাঁধা ঘাটে।

ঙ তে ব্যাঙ

ডাকে ঘ্যাঙ ঘ্যাঙ

লাফিয়ে লাফিয়ে চলে

ছুড়ে মেরে ঠ্যাং।

বিষয়: বিবিধ

৬৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384736
২৯ জানুয়ারি ২০১৮ দুপুর ০১:০৬
আবু জারীর লিখেছেন : ক বলে কলম ধর
বিসমিল্লাহ বলিয়া।
২৯ জানুয়ারি ২০১৮ সন্ধ্যা ০৬:১৮
317312
বাকপ্রবাস লিখেছেন : খ বলে খাইতে চল
পড়া ফেলিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File