রাজনীতি এবং নাছোড় বান্দা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জানুয়ারি, ২০১৮, ০৭:০৫:২০ সন্ধ্যা
- এইযে ভাই শুনুন ...
= আমাকে বলছেন?
- জ্বী আপনাকে
= হ্যা বলুন
- এইযে দেখছেন এই জিনিসটা সুন্দর না?
= হ্যা সুন্দর
- দেখুনতো এটাতে কোন খুঁত আছে কিনা?
= কী জানি! থাকতে পারে আবার নাও থাকতে পারে, এ বিষয়ে আমার অভিজ্ঞতা নেই।
- দেখুননা ভাল করে, বাজারেতো এমন অনেক প্রোডাক্ট আছে, তবে আমাদের এটা সবার সেরা, আপনি পরখ করে দেখতে পারেন।
= আচ্ছা ঠিক আছে, সময় সুযোগ হলে পরখ করে দেখব
- তাহলে চলুন
= কোথায়?
- আপনাকে পরখ করে দেখাব
= এখনই?
- কেন নয়, আপনার এটা পছন্দ হয়নি? এটাযে সুন্দর আর সবার সেরা এই বিষয়ে কী আপনার সন্দেহ আছে?
= আসলে ব্যাপারটা তা নয়। আমার এখন তাড়া আছে, এটা পরখ করার সময় এখন আমার নেই।
- তাহলে কবে সময় হবে বলুন, আপনার নাম ঠিকানা দিন, আমরাই আপনার সাথে যোগাযোগ করব।
= আপনাকে কেন আমি আমার নাম ঠিকানা দেব? আপনাকেতো আমি চিনিনা।
- এতক্ষণ ধরে বললেন এই প্রোডাক্ট সুন্দর, কোন খুঁত নেই এখন কেন এড়িয়ে যাচ্ছেন। আপনি কেন বুঝতে পারছেননা আপনি ভুল করছেন, আপনাকে অন্যরা ঠকাবে, আমি চাইছি আপনাকে ভাল প্রোডাক্টটা দিতে। আপনার উচিত এই প্রোডাক্ট গ্রহণ করা। দেখুন এই প্রোডাক্ট সবাই ভাল বলেছে।
= আমি কি আসতে পারি? আমার এখন এই প্রোডাক্ট প্রয়োজন নেই, যখন লাগবে তখন আমি নিজেই আপনাকে খুঁজে নেব।
- জ্বী, আচ্ছা আসুন।
বিষয়: বিবিধ
৫৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন