লি‌মে‌রিক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জানুয়ারি, ২০১৮, ০২:১৮:২৫ দুপুর

ধনি গরীব নাই ব্যবধান নির্বাচনের আগে

সবার দ্বারে ঘুরছে নেতা ভোট ভিক্ষা মাগে

চাচা, মামা, খালা

পালা সবাই পালা

এমন সেবা দিচ্ছে নেতা আমজনতা ভাগে।

=*=*=*=

যা‌চ্ছে ক্ষ‌য়ে তা‌লে ল‌য়ে মূল্য‌বো‌ধের মাত্রাটা

নি‌চ্ছি মে‌নে জে‌নেশু‌নে নৈরা‌জ্যেরই যাত্রাটা

খা‌চ্ছি মাল

হ‌চ্ছি টাল

দি‌চ্ছি ভোট কর‌ছে লুট নির্বা‌চিত ফাত্রাটা।

=*=*=*=

খা‌টের নি‌চে ব্যলট বাক‌সো লজ্জ্বা কোথায় ধায়

ঘুমের মা‌ঝে ইনু পাগলার লু‌ঙ্গি কোথায় যায়!

আয় ছে‌লেরা

আয় মেয়েরা

কলা গা‌ছে কূল ধ‌রে‌ছে দেখ‌বি য‌দি আয়।

=*=*=*=

কাঠালের পাতা পেলে ছাগলের খায় খায়

গাধাও ঘোড়া খাবে যদি সে বাগে পায়

দেখ দেখ

দেখে শেখ

মূর্খের হাতে টাকা এলে উপদেশ বেড়ে যায়।

বিষয়: বিবিধ

৪৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File