লিমেরিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জানুয়ারি, ২০১৮, ০২:১৮:২৫ দুপুর
ধনি গরীব নাই ব্যবধান নির্বাচনের আগে
সবার দ্বারে ঘুরছে নেতা ভোট ভিক্ষা মাগে
চাচা, মামা, খালা
পালা সবাই পালা
এমন সেবা দিচ্ছে নেতা আমজনতা ভাগে।
=*=*=*=
যাচ্ছে ক্ষয়ে তালে লয়ে মূল্যবোধের মাত্রাটা
নিচ্ছি মেনে জেনেশুনে নৈরাজ্যেরই যাত্রাটা
খাচ্ছি মাল
হচ্ছি টাল
দিচ্ছি ভোট করছে লুট নির্বাচিত ফাত্রাটা।
=*=*=*=
খাটের নিচে ব্যলট বাকসো লজ্জ্বা কোথায় ধায়
ঘুমের মাঝে ইনু পাগলার লুঙ্গি কোথায় যায়!
আয় ছেলেরা
আয় মেয়েরা
কলা গাছে কূল ধরেছে দেখবি যদি আয়।
=*=*=*=
কাঠালের পাতা পেলে ছাগলের খায় খায়
গাধাও ঘোড়া খাবে যদি সে বাগে পায়
দেখ দেখ
দেখে শেখ
মূর্খের হাতে টাকা এলে উপদেশ বেড়ে যায়।
বিষয়: বিবিধ
৪৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন