=০=০=০শূন্য=০=০=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জানুয়ারি, ২০১৮, ০১:২৮:১৯ রাত
শূন্য দিয়ে শুরু যখন
শূন্য দিয়ে শেষ
মাঝের এই অংকগুলো
ভোগায় কেন বেশ!
কত কী'যে হিসেব রোজ
যোগ বিয়োগের খেলা
হিসেব কষেই সকাল, বিকেল
সন্ধ্যা সারা বেলা।
হিসেব করেই চলতে হয়
পাপ এবং পুণ্য
বাচ বিচারে ভুল হলে
জীবন হবে শূন্য।
বিষয়: বিবিধ
৫৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন