কপাট ও কপটতা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ জানুয়ারি, ২০১৮, ০৩:২৪:২৬ দুপুর

মনে থাকেনা রাখিনা কোন ছল ছুতোয়

উসকে দিইনা কখনো কোন খল গুতোয়।

কত বর্ষা গেছে রাতে লোডশেডিং আঁধার

মোমবাতি হাতড়িয়ে পাওয়া যায়নি আর।

অপ্রস্তুত মনে দমকা হাওয়া যায় ছুটে

অন্ধকার শরীর পেলে আলো নেয় লুটে।

অনেক হয়েছে মনকে বলি আর নয়

চাইনা আমি সেই সব রোমন্থন আর ক্ষয়।

তবুও নিঃসঙ্গতা এলে গোপন থাকেনা আর

সে আসে, কেন আসে? বদ্ধ করি দ্বার।

বিষয়: বিবিধ

৪৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File