দুষ্টু ছড়া

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:২৩:১১ দুপুর



আইভি আপা ওসমান ভাই

কি'যে তোমরা কর

কথায় কথায় ঝগড়াঝাটি

এটা কেমনতর?

ইট ছুড়ে দাও ফাটাও মাথা

পিস্তল আবার দেখি

দুষ্টুমিটা লাগাম ছাড়া

হচ্ছেটাকি একি!

ভাগ করে নাও, ভাগ করে খাও

টিসুম টিসুম কেন?

প্রধানমন্ত্রী রাগলে কিন্তু

ছাড় পাবেনা যেন।

টিসুম টিসুম বাদ দিয়ে দাও

হচ্ছ তোমরা বড়

লক্ষী সোনা জাদুর কনা

এমন কেন কর?

বিষয়: বিবিধ

৬৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File