খাপছাড়া

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জানুয়ারি, ২০১৮, ০৫:৫০:১৪ বিকাল

এইযে আমার ভালমন্দ

কার তাতে কী আসে যায়

নেইযে কোন তাল ও দ্বন্দ

আছে কেবল খাপছাড়াটায়।

চলতে গিয়ে পথ ভুলে যাই

কোন গলিটা কোনদিকে যায়

ঘুরতে ঘুরতে মত গুলে খাই

ফিরতি পথে নাথ পাড়াটায়।

এইযে আমার জীবন যাপন

সাধ্য কার তাল খুঁজে পায়

বেতালটাকে করলে আপন

হিসেব কষে শূণ্যে দাঁড়ায়।

এইযে সময় যাচ্ছে চলে

আমার তবু নাই তাড়া নাই

আমার ভাল, মন্দ হলে

কার তাতে কী আসে যায়।

বিষয়: বিবিধ

৫৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File