না, পারিনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ জানুয়ারি, ২০১৮, ০৫:৪০:৩১ বিকাল
পারিনা, পারিনা আর ভাবতে পারিনা
সে যখন বলল এসে
থাকবেনা আর অবশেষে
হাত ছাড়িতো, রাত ছাড়িনা।।
পারিনা, পারিনা আর ছাড়তে পারিনা
রাত এলে এলোমেলো
ভাবনাটা তার সিঁড়ি পেলো
রাত ছাড়িতো, ঘোর ছাড়িনা।।
পারিনা, পারিনা আর ঘোর ছাড়িনা
সে যখন গেল শেষে
অন্য জীবন ভালবেসে
ঘোর ছাড়িতো জীবন ছাড়িনা।
বিষয়: বিবিধ
৫৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন