?অভাব?
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জানুয়ারি, ২০১৮, ১১:২০:৩৫ সকাল
অভাব আছে টাকা পয়সার
কিছু অভাব স্বভাবে
বাড়ছে সবার কমছে আমার
লোভ লালসার প্রভাবে।
অভাব আছে গরীব দুঃখীর
ভাত কাপড়ের লড়াই
ধনীর অভাব লোক দেখানো
ধন রতনের বড়াই।
অভাব আছে চোর ডাকাতের
যুক্তি দেখায় পিছু
ঘুষখোরের অভাব থাকে
দিয়ে যান কিছু।
শাসক দলের গদির অভাব
বিরোধী দলের নীতি
উমামা'র মা অভিযোগের
কমতি আমার প্রীতি।
বিষয়: বিবিধ
৫৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন