*!*¡*!*¡*!*¡*!যুদ্ধ*¡*!*¡*!*¡*!*¡*!*¡
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জানুয়ারি, ২০১৮, ০২:১০:০৮ দুপুর
যুদ্ধ
*!*¡*!*¡*!*¡*!*¡*!*¡*!*¡*!*¡*!*¡
আস্তিক নাস্তিক ঝগড়া লাগে
কি যে ভীষন যুদ্ধ
ফেইসবুকে লাশ, ভাসে আর
যুক্তি নিজেই ক্ষুদ্ধ।
ছাগল নাচে, ভেড়া নাচে
গাধা নাচে আর ঘোড়া
বাগে পেলে ছাড়বেনা কেউ
করে দেবে খোঁড়া।
কী সিরিয়াস তর্ক করে
গা গুলিয়ে বমি
করতে গেলে আসেনা আর
তেতুল খেয়ে দমি।
বিষয়: বিবিধ
৫৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন