মাকাল ফল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ জানুয়ারি, ২০১৮, ০১:৩৭:৩০ দুপুর
মাকাল ফল মাকাল ফল
দেখতে তুমি কেমন?
কেমন তোমার আকার
কাঠাল নাকি লেমন।
মাকাল ফল মাকাল ফল
কেমন তোমার স্বাদ
টক, মিষ্টি, ঝাল; নাকি
মুখে দিলে বরবাদ।
মাকাল ফল মাকাল ফল
একটা কিছু বল
চুপটি মেরে আর কতকাল
করবে বল, ছল।
আমারযে নাই বর্ণ, গন্ধ
নাম যদিও ফল
আমারযে নাই রূপ, স্বরূপ
প্রকাশ করার বল।
বিষয়: বিবিধ
৫৬০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন