শুভ ১৮
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ জানুয়ারি, ২০১৮, ০৪:২৮:১৫ বিকাল
সতেরটা যেমন তেমন
আঠারটা যাক ভাল
এমন আশা করছি তবু
ঠেকছে গোলে মালও।
এমন কী আর কান্ড হবে
আসছে যে দিন ঝলমল
আগে যেমন ছিল তেমন
যাবে জীবন টলমল।
টলতে টলতে ঠেলতে ঠেলতে
গেছে যেমন আগের সাল
চলতে থাকুক জীবন গাড়ী
টক মিষ্টি নুনতা ঝাল।
বিষয়: বিবিধ
৭০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন