আলোছায়া

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৩:২৯:৫৮ দুপুর



মন বলছে আঠার

শরীর বলছে না

মেদ জমে হচ্ছে পুরো

ঊনচল্লিশের ঘা।

মেঘ জমে ঢাকছে আকাশ

বৃষ্টি আসি আসি

ঠান্ডা লেগে সর্দি এসে

হ্যাচ্ছো আর কাশি।

শরীর বলছে ঊনচল্লিশ

মন বলছে না

আঠারতে আটকে আছে

আর চলছে না।

মেঘ সরলে সূর্যটাও

দিচ্ছে উকিউকি

শরৎকাল বুকে নিয়ে

জীবন সূর্যমুখী।

বিষয়: বিবিধ

৫৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File