স্বঘোষিত চোরের বিচার চাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ ডিসেম্বর, ২০১৭, ১১:১৫:৩৯ সকাল
স্বঘোষিত চোর
ওরে হারামখোর
মন্ত্রী আবার শিক্ষার
রেখেঢেখে খান
কথার কি'যে শান
জানিয়ে দিলাম ধিক্কার।
শপথ ভঙ্গ করে
কইলি উচ্চস্বরে
আমরা সবাই চোর
হয়ে মনোবিকার
করলি যখন স্বীকার
বিচার চাই তোর।
বিষয়: বিবিধ
৬৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন