=-=-=-=দ্বিধা=-=-=-=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ডিসেম্বর, ২০১৭, ০২:১৭:০৬ দুপুর
শেষ দেখাটা দেখে যদি অন্ধ হই আমি
শেষ শুনাটা শুনে যদি বধির হয়ে যাই
শেষ চলাটা চলতে গিয়ে হটাৎ যাই থামি
শেষ বলাটা বলতে গিয়ে শব্দ থেমে যায়।
তখন কী উপায়! ভেবেই থমকে যাই।।
থমকে আবার চলতে গিয়ে পথের রেখা ধরে
দিক পেলামনা কোনদিকে যাই শূণ্য দেখি সব
কেউ শুনেনা পাহাড়, নদী, মরুর বালু চরে
মসগুলে সব জিকির তোলে ইয়া রব, ইয়া রব।
কোন দিকে যাই, ভাবনা থমকে যায়।।
শেষ চাওয়াটা চাইতে গিয়ে চাওয়া হয়না আর
মুক্ত ভেবে দিন কাটালাম মুক্তি চাওয়া যায়?
ঘোরের মাঝেই জীবন গেল ঘাট পেলনা পার
দ্বিধার মাঝে ঢুলছে তরী কূল কিনারা নাই।
দ্বিধায় মরে যাই, হবে কী উপায়।।
বিষয়: বিবিধ
৬২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন