উৎপল বেড়াতে গিয়েছিল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:১৪:৩৬ দুপুর
উৎপল ফিরেছে বাকী আছে আরো
তাদের সন্ধান কেউ দিতে পারো?
উৎপল দুষ্টু গুমটুম হয়নি
বেড়াতে গিয়েছিল কাওরে কয়নি।
মিছামিছি হৈচৈ গুমগুম কান্ড
উৎপল ঢেলে দিল সত্যের ভান্ড।
কোন গ্রহে ছিল সে এটা সেটার ব্যপারে
প্রশ্নটা করোনা উৎপল ক্ষ্যাপারে।
উত্তর দিতে সে নয়তো বাধ্য
উত্তর খুঁজে নেবে নেই কারো স্বাধ্য।
মজহার বলেছিল বেড়াতে গেলে আর
কেউ কিছু বলেনা বিষয়টা চমৎকার।
গণতন্ত্র ডট কম উন্নতি ডট বেশী
চমৎকার স্লোগনটা খাঁটি এবং দেশী
বিষয়: বিবিধ
৫৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন