ওপারের কথপোকথন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৯:১০ বিকাল
নেতা গেছে সাথে গেছে দশ
বলল আরো কাছে এসে বশ।
খবর বল কেমন আছে সবাই
মেজবানীতে কয়টা গরু জবাই?
গরীব দুঃখী খেল পেট পুরে?
আমার জন্য সবার মন পুড়ে?
-
জ্বি মহাশয় সবই ঠিক ছিল
মেজবানীটা একটু বাক নিল
ধাক্কাধাক্কি ধস্তাধস্তি শেষে
আমরা এখন তোমার পাশে ঘেষে।
-
তাইতো আমি খবরটুকু পেলাম
তোদের তায় হাজার হাজার সেলাম
আমার জন্য অনেক দূর এলি
ঘর সংসার দিয়ে জলাঞ্জলি।
বিষয়: বিবিধ
৬১৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন