চুনকালি জীবন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ ডিসেম্বর, ২০১৭, ০২:৩৬:৫১ রাত



জীবন আমার ষোল আনায় ফাঁকি

আমি এখন পান বেঁচে থাকি

সুপারীর সাথে খয়ের, চুন

মুখে দিলেই খুন

শুনতে তোমার খটকা লাগবে নাকি

এখন আমি পানে চুন মাখি।

যদি চাও পার্সেলে হবে বিলি

পাঠিয়ে দেব খিলি

ঠিকানাটা ইনবক্স করে দিও

বিকাশ নাম্বার চেয়ে নিও

শুনলে তুমি অবাক হবে নাকি

এখন আমি এড়িয়ে চলি বাকি।

হার মানা স্বভাব আমার

নিজের কাছেই লাগে ভার

কিছুই হলোনা শুধু অভাবটা ছাড়া

কালো চুলে পাক ধরার তাড়া

দেখলে তুমি চিনতে পারবে নাকি

এখন আমি চুনকালি মাখি।

বিষয়: বিবিধ

৫৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384571
১৮ ডিসেম্বর ২০১৭ দুপুর ১২:৩৫
নেহায়েৎ লিখেছেন : খারাপ লাগে যে ব্লগে কেউ আসে না। ব্লগ আর পড়ে নাহ।
১৯ ডিসেম্বর ২০১৭ সকাল ১০:৩৮
317204
বাকপ্রবাস লিখেছেন : সময়ে সময়ে অনেক কিছু বদলে যায়, ফেবু জনপ্রিয় হওয়াতে ব্লগে ভাটা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File