খুলে দাও দোর জানালা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৭:৫০ দুপুর



শিশু যখন খেলতে থাকে

খেলতে দাও

ডানাটাকে মেলতে দাও

এদিক সেদিক ওড়তে দাও।

শিশুর মনে প্রশ্ন জাগে

জাগতে দাও

জবাবগুলো খুঁজতে দাও

জগৎটাকে বুঝতে দাও।

শিশু যখন বাড়তে থাকে

বাড়তে দাও

জগৎটাকে জানতে দাও

আপন জগৎ গড়তে দাও।

বিষয়: বিবিধ

৬৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File