-=-=-কোটা-=-=-
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৫:২৭:০৭ বিকাল
আমার যদি কোটা থাকতো
কি'যে ভাল হতো
জীবন কী আর কাটতো ধুকে
আহাম্মুকের মতো!
কোটার দোহায় বাগিয়ে নিচ্ছে
দেশটা শুধু তাদের
আমরা যারা গোবেচারা
ছিচকে গোলাম কাদের।
শিক্ষা বল চাকরী বল
কোটা সবার আগে
ভাগ করে তার থাকলে কিছু
আম জনতার ভাগে।
হায়কো কোটা নাইরে কোটা
দুঃখের নাইতো শেষ
কোটা বিনে ভাগ দেবেনা
সোনার বাংলাদেশ।
----------------------
মোট পদ:২০২৪
মুক্তিযোদ্ধা কোটা :৩০%
মহিলা কোটা:১০%
জেলা কোটা:৫%
প্রতিবন্ধি কোটা:১%
উপজাতি কোটা:৫%
মোট কোটা:৫৬%
সাধারন :৪৪%
২০২৪ এর ৫৬% =১১৩৪
বাকি মাত্র ৮৯০ টা সিট দেশের সকল
অভাগাদের জন্য!
০.১৩ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তানদের
জন্য ৩০শতাংশ কোটা!!
বিষয়: বিবিধ
৫৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন