দুঃখ বিলাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৪:২০:৫১ রাত
রোদ্দুর ডাকে দিয়ে হাতছানি
কতদুর গিয়ে আর থামি
নদী ডাকে তার টলমল জল
কী তোর দুঃখ আমায় খুুলে বল।
দুুঃখ খুঁজি আমার দুঃখ পুঁজি
আরতো কিছু নাই রুটি রুজি
চোখ খোঁজে তার আছে নাকি জল
নদী বলে দুঃখ তোর আমায় খুলে বল।
দুঃখগুলো পুষি আমি ভয়ে থাকি সুখ
যদি আসে ফিরে আবার ভয়ে কাপে বুক
ডায়ল টোনে বন্ধ সংযোগ সেটাই মনোবল
নদী বলে দুঃখ তোর আমায় খুলে বল।
বিষয়: বিবিধ
৫৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন