কেত্তালি ছড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ডিসেম্বর, ২০১৭, ০১:০২:২৩ রাত
দুই বান্ধবী ঝগড়া করে
দুইজনে থাকে চেয়ে
আর দুইজন লাকড়ি ঠেলে
চুলোয় আগুণ পেয়ে।
কোন ব্যাপারে ঝগড়াঝাটি
সেইটা বিষয় নয়
হচ্ছে ঝগড়া চলছে ঝগড়া
সেটাই মূল বিষয়।
মুকুলভাই হেঁটে যায়
কলেজ দেয়াল ঘেষে
যেতে যেতে লাজুক চোখে
দিল নাকি হেসে।
সেটাই তাদের ঝগড়া বিষয়
'হাসল' নাকি 'না,'
কেত্তালি গ্রুপ ঝগড়ার আর
বিষয় পেলনা।
বিষয়: বিবিধ
৬৪১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন