লিমেরিক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ ডিসেম্বর, ২০১৭, ০৫:০৫:৪৭ বিকাল
=-=-=-=-=
মাথাপিছু আয় বেড়েছে বুঝলা ময়নার মা
এমন খুশির সংবাদটাকে পাত্তা দিলা না
ঘরে নায় নুন
ময়নার বাপ শুন
বাজার ছাড়া ফিরলে ঘরে খানা পাইবানা।
=-=-=-=-=-=
দিনকে যদি রাত বলি কানার চোখে সমান
বধির বলে গলার স্বরটা পারলে একটু কমান
নেতা বলে চুপ
খাচ্ছি চিকেন স্যুপ
গণতন্ত্রে ভোট লাগেনা জানুয়ারী, চৌদ্দ প্রমাণ।
=-=-=-=-=-=
চোখের সাথে চোখ রাখলে চোখাচোখি হয়
মনের সাথে মন রাখলে ঠোকাঠুকি হয়
লাঙ্গল জোয়াল
শূণ্য গোয়াল
এরশাদের বউ রওশনভাবি কোন কাজের নয়।
বিষয়: বিবিধ
৬১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন