-*-আগুণ-*-
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩৮:৪৯ বিকাল
আগুণের কি প্রাণ আছে?
সুযোগ পেলে গ্রাস করে
তার কি মুখ, দাত আছে?
রাত, সকালে ব্রাশ করে?
আগুণের কি চোখ আছে?
এদিক সেদিক ছড়িয়ে যায়
খন্ডে খন্ডে ভাগ হলেও
প্রাণযে তার বিনাশ নাই।
আগুণের কি ঘর আছে?
ছেলেপুলে আর সংসার?
কেনইবা সে জ্বলেপুড়ে
করে যায় প্রাণ সংহার!
প্রশ্ন এমন টুম্পার মনে
বাড়ছে রোজ একে একে
আজকে যেমন চুলোর পাশে
ভাবছে বসে আগুণ দেখে।
বিষয়: বিবিধ
৫২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন