বীজ গুণে ফসল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ ডিসেম্বর, ২০১৭, ০৩:৩৯:২৮ দুপুর
আমার নেতা সবার সেরা
তোমা নেতা কী?
আমার নেতার ধারেকাছে
ঘেষতে পারবেনি?
তোমার নেতা সবার সেরা
তাতে আমার কী?
আমার নেতা আমার কাছে
খাঁটি গাওয়া ঘি।
সবার নেতা সবার কাছে
জাতেগুণে বড়
তাইতো সবাই নেতার কথায়
মাথা খুঁড়ে মর।
যেমন জোয়াল তেমন গরু
বীজ গুণে ফসল
নেতা ভালো নির্বাচনেই
দেশ ও জাতী সফল।
বিষয়: বিবিধ
৫৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন