শেকড়ের সন্ধানে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ নভেম্বর, ২০১৭, ০৩:২২:০৯ দুপুর
মাথা তখন ঠিক ছিলনা যা বলেছি তা
সত্যি বলছি এসব বলা উচিত ছিলনা।
ধমক দেয়া উচিত হয়নি কেনযে তা দিলাম
দেখছি এখন ধমকানিটাই হচ্ছে বেশী নিলাম।
ভাল কাজের সঙ্গী ছিলাম ফন্দিফিকির বাদে
অধীকারটা খর্ব হলে মানবতা কাঁদে।
কেন মিছে নিল পিছু দুষ্টু শেয়ালের দল
সত্য মিথ্যের মিশেল দিয়ে ফেলছি চোখের জল।
যা বলেছি মিথ্যা ছিল যা ভেবেছি ভুল
সত্যি এখন নিজের মাথার ছিড়ছি নিজের চুল।
বাঙ্গালী নয় ব্রিটিশ আমি সেটা যেমন ঠিক
স্বার্থ থাকলে বাঙ্গালী হই ধিক নিজেকে ধিক।
বিষয়: বিবিধ
৬১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন