বীথি আজ লিখবে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ নভেম্বর, ২০১৭, ০৫:০৩:০২ বিকাল
বীথি অনেকদিন যাবৎ ভাবছে লিখবে কিন্তু লিখব লিখব করে লেখা হয়ে উঠছেনা। আজ ভাবল লিখবেই। এভাবে অলেখার সাথে থাকা আর ভাল ঠেকছেনা।
এদিকে লিখব বললেইতো আর লেখা হয়ে উঠেনা, তার জন্য চাই নানা উপকরণ। কী লিখবে, কেন লিখবে, কিভাবে লিখবে এসব গুছিয়ে নেয়া চাই মনের মধ্যে। তারপর কলম ধরা। না আজকাল কলম না ধরলেও চলে। কিবোর্ড মাউস হলে চলে।
শুধু লিখলেইকি হবে! তার জন্য চায় একটা জুৎসই ছবি। কোন ছবিটা যাবে লেখার সাথে? কম্পিউটারে অনেক ঘেটেঘুটে জুৎসই ছবি পাওয়া গেলনা। তারচে বরং একটা তুলে নিলেই হয়।
বীথি একটা টিপ লাগাল কপালে, ইয়া বড়। যেন সূর্য উঠেছে। শাড়ী পড়লে কেমন হয়! হুম ওটাই বেষ্ট। শাড়ীর সাথে হাতকাটা ব্লাউজ। এটাইতো ইউনিফর্ম উইম্যন চ্যাপ্টারে লেখা ছাপানোর। অবশ্য এই ইউনিফর্ম সকলেই মেনে চলেনা, আবার বাধ্য বাধকতাও নেই। চেতনা ভাবটা থাকলে চলে। আর শরীরে আলো বাতাস ঢুকে তেমন পোষাক চাই।
সেদিন কে যেন লিখেছে ওড়না পড়া অসভ্যতা। সে ওড়না পড়েনা। তবে নাছোড় বান্দা ফেবুরা তার ওয়ালে গিয়ে আগের ছবি ধরে এনে প্রকাশ করে দিল বেচারী ওড়না পড়তো এখন মিথ্যা কথা বলছে। এমন করাটা উচিত না। মিথ্যা যখন বলবি একটু গুছিয়ে বল। এমন একটা লেখা দেবার আগে নিজের ওয়ালের ওড়নাগুলো সরিয়ে রাখা উচিত ছিল।
সে যাকগে বীথি আজ লিখবে। তার আগে ছবিটাই বেশী জরুরী, সেটা না হলে উইম্যান চ্যাপ্টারে খাপ খাবেনা। আবার নাও ছাপাতে পারে। বিথী এখন ব্যস্ত শাড়ীর কুচি ঠিক করছে। সে কিন্তু আজ লিখবে। চোখ রাখুন উইম্যান চ্যাপ্টারে।
বিষয়: বিবিধ
৫৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
০ ফেরদৌসী প্রিয়ভাষিনী আর খুশি কবির - এদের দুজনের চেয়ে বড় টিপ আর কে পড়ে?
মন্তব্য করতে লগইন করুন