ঝরা ফুল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৭, ০৬:০৪:৪১ সন্ধ্যা



আমার আছে ঘুড়ি

তোমার আছে নুপুর

আমি যখন উড়ি

তুমি বাজাও ঝুমুর।

আমার আছে মাঠ

তোমার উঠোন বাড়ি

আমার চুলের ছাট

তোমার প্রথম শাড়ি।

আমার আসা যাওয়া

জানলায় তোমার চোখ

আমার ছন্যে যাওয়া

তোমার ঘুমে সুখ।

আমার সমুদ্র স্নান

তুমি শোকাও চুল

ভাবনাগুলো ম্লান

একটা ঝরা ফুল।

বিষয়: বিবিধ

৮২৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384509
২৬ নভেম্বর ২০১৭ সন্ধ্যা ০৬:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হেতি কেডা!
২৬ নভেম্বর ২০১৭ সন্ধ্যা ০৭:১৭
317151
বাকপ্রবাস লিখেছেন : জানিনাতো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File