ঝরা ফুল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ নভেম্বর, ২০১৭, ০৬:০৪:৪১ সন্ধ্যা
আমার আছে ঘুড়ি
তোমার আছে নুপুর
আমি যখন উড়ি
তুমি বাজাও ঝুমুর।
আমার আছে মাঠ
তোমার উঠোন বাড়ি
আমার চুলের ছাট
তোমার প্রথম শাড়ি।
আমার আসা যাওয়া
জানলায় তোমার চোখ
আমার ছন্যে যাওয়া
তোমার ঘুমে সুখ।
আমার সমুদ্র স্নান
তুমি শোকাও চুল
ভাবনাগুলো ম্লান
একটা ঝরা ফুল।
বিষয়: বিবিধ
৭৮০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন