বন্ধু রাষ্ট্র
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ নভেম্বর, ২০১৭, ০৫:১৯:৫৭ বিকাল
তাকে আমি ভালবাসি
সেও বাসে আমায়
আমাদের এই ভালবাসা
পূর্ণ কানায় কানায়।
তার চাওয়াটা উজাড় করে
দিতে আমি রাজি
আমি চাইলে টালবাহানা
এমনই সে পাজি।
আমার বাড়ীর রাস্তা দিয়ে
সে যেতে চায় রোজ
প্রেমের দিব্বি ছিলযে তায়
খেতেই হল ডোজ।
তার পাশে যে নদী গেছে
সে দিয়েছে বাঁধ
খরায় মরি তাই বলে কি
প্রেম হবে বরবাদ!
তাকে আমি ভালবাসি
মনপ্রাণ দিয়া
শুনতে পেলাম মন মজেছে
পাশের বাড়ি গিয়া।
ও হারামি ও হারামি
মনটা নিলি কেড়ে
দিন কাটেনা রাত কাটেনা
যাবি নাকি ছেড়ে !
লোকে বলে তার অধরে
মিচকা মিচকা হাসি
কি'যে করি মন মানেনা
ভীষণ ভালবাসি।
বিষয়: বিবিধ
৭৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন