জ্যামিতিক ইচ্ছেরা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ নভেম্বর, ২০১৭, ০৪:০৪:৪০ বিকাল
ইচ্ছে করে গোল হয়ে যাই
ইচ্ছে করে চ্যপ্টা
ইচ্ছে করে সমবাহুর
ত্রিভূজ হবার চেষ্টা।
ইচ্ছে করে ট্রাপিজিয়াম হব
ইচ্ছে করে রোজ
ইচ্ছে আবার রম্বস হব
বিষম চতুর্ভুজ।
ইচ্ছে করে রেখা হব
ইচ্ছে করে কোণ
ইচ্ছেগুলো ছেদক হয়ে
ধরছে মনে ঘুন।
ইচ্ছে আমার জ্যামিতিতে
ঘুরপাক খায় রোজ
ইচ্ছে মাথার মগজ ঘুরে
করছে ভুরিভাজ।
বিষয়: বিবিধ
৬৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন