আজকাল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ নভেম্বর, ২০১৭, ০১:৪৪:১১ রাত

সন্ধ্যা যায় গলে নেই আর ঘরে ফেরার তাড়া

মোবাইলে রিং বাজে তবু কান হয়না খাড়া

অল্প রাতেই ঘুম আসে

অল্প ভাতে ডাল হাসে

কোন কিছুই আজকাল মনকে দেয়না নাড়া।

অলস ভাবনারা আজকাল নিতে চায়না ধার

রিকসাওয়ালা টানে হেঁকে লেডিস পেসিঞ্জার

হাসল সে শুনে

ভাসল সে জুনে

জুলাই আগষ্ট তুমুল ঝড়ে হৃদয় তোলপাড়।

কতকিছু গেছে মিষে ভিড়ের ভেতরে ভিড়

কোন কিছুই আজকাল ধরেনা মনে চিড়

উজান হাওয়া

সেটাই পাওয়া

চাইলেও আজকাল মনটা হয়না অস্থির।

বিষয়: বিবিধ

৭৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File