এমন কেন?

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ নভেম্বর, ২০১৭, ০২:৩৮:০৪ রাত

তোমার সাথে প্রেমটা আমার

কেমন করে হয়

মনটা আমার ক্ষুদ্র অতি

বিশালতো আর নয়।

তোমার আছে কায়দা কানুুন

মানতে হবে সবই

গুণগানের নাই সীমানা

আঁকতে মানা ছবি।

তোমার সাথে প্রেমটা আমার

আদৌ কি আর হবে!

যেদিক তাকায় তোমায় দেখি

তুমি আছ সবে।

এ কেমন প্রেমের ধরণ

ছাড়তে গিয়ে ধরি

যতই ভাবি প্রেম হবেনা

মুখ থুুবড়ে পরি।

ধরি তোকে ছাড়ি তোকে

দু'টোই কেন হয়!

তোমার সাথে প্রেমটা আমার

আদৌ কি হবার নয়?

বিষয়: বিবিধ

৬৬২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384400
০৯ নভেম্বর ২০১৭ সকাল ১০:৫৭
আব্দুল গাফফার লিখেছেন : ;Winking ;Winking Good Luck Good Luck
০৯ নভেম্বর ২০১৭ বিকাল ০৪:০৩
317073
বাকপ্রবাস লিখেছেন : এটা আল্লাহকে উদ্দেশ্যে করে চিন্তা করা, হয়তো হয়নি তবে সেটাই সত্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File