সন্ধ্যার চারা গাছ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ অক্টোবর, ২০১৭, ০১:৪৫:৩২ রাত
সূর্যটা হেলে যাক সন্ধ্যেটা গেলে যাক
তুমি থেকো বটে স্মৃতির মানষ্পটে
চোখ দুটো সরে যাক পা দুটো চলে যাক
মনে রেখ বটে এভাবেই ঘটে।
না বলে সরে গিয়ে কাছে আসে আরো
ভালোবাসার রংটা হয় আরো গাঢ়।
আনমনে অস্থির মনে বাড়ে দ্বন্দ
খিটখিটে মেজাজে গোলমেলে সব
কোথায় যেন কেটে যায় সুর তাল ছন্দ
সন্ধ্যের স্মৃতিটা হয় অনুভব।
মোবাইলটা হাতে নিয়ে কল দিতে পারো
আমিও বুঝে নেবো প্রেম হবে গাঢ়।
কতো দিন আসে যায় কতো দিন পার
কতো সকাল কতো বিকেল যায় যায় রোজ
সেদিনের সন্ধ্যাটা আজো তোলপাড়
তুমিওকি স্মৃতি হাতড়ে নাও তার খোঁজ!
মনেমনে পোষে পাখী ছেড়ে দিতে পারো
ভালোবাসার ফুল চাষে প্রেম হোক গাঢ়।
বিষয়: বিবিধ
৬০৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন