জলে ও জালে বাবু জ্বলে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ অক্টোবর, ২০১৭, ০৩:২৪:৩৬ দুপুর
চারদিকে তার জাল বিছানো পাশ কেটে যায় বাবু
হয়না তবু কাবু।
তেলতেলে গা পিছলে যায়, ছায় দিয়ে তায় চেষ্টা
বাবুর সাথে দেশটা।
দূর্নীতির দায় ঘুরছে মাথায় দূদক সাঁজায় মামলা
পারলে এবার সামলা।
এক্সিট দিলাম দেশ ছেড়ে যা তোর শরীরে ক্যানসার
সুস্থ্য আছি আনসার।
তুইতো দেখি বেয়াড়া ভীষণ বেড়াতে যাবি যা
খুঁচিয়ে দিলি ঘা।
জিম্মি রইল বউখানা তোর ভাংতে চাইলে ভাড়
আর পাবিনা ছাড়।
কাঁদতে কাঁদতে চলল বাবু চোখটা গেল ভিজে
কষ্ট পেল কি যে।
আসলে ফিরে বাবু ঘিরে নানান হিসেব নিকেশ
জাতির হাপিত্যেশ।
বিষয়: বিবিধ
৬৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন