জলে ও জালে বাবু জ্বলে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ অক্টোবর, ২০১৭, ০৩:২৪:৩৬ দুপুর



চারদিকে তার জাল বিছানো পাশ কেটে যায় বাবু

হয়না তবু কাবু।

তেলতেলে গা পিছলে যায়, ছায় দিয়ে তায় চেষ্টা

বাবুর সাথে দেশটা।

দূর্নীতির দায় ঘুরছে মাথায় দূদক সাঁজায় মামলা

পারলে এবার সামলা।

এক্সিট দিলাম দেশ ছেড়ে যা তোর শরীরে ক্যানসার

সুস্থ্য আছি আনসার।

তুইতো দেখি বেয়াড়া ভীষণ বেড়াতে যাবি যা

খুঁচিয়ে দিলি ঘা।

জিম্মি রইল বউখানা তোর ভাংতে চাইলে ভাড়

আর পাবিনা ছাড়।

কাঁদতে কাঁদতে চলল বাবু চোখটা গেল ভিজে

কষ্ট পেল কি যে।

আসলে ফিরে বাবু ঘিরে নানান হিসেব নিকেশ

জাতির হাপিত্যেশ।

বিষয়: বিবিধ

৬৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384210
১৬ অক্টোবর ২০১৭ রাত ০৪:৩৬
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ক্ষমতা পেয়ে অন্যায়ভাবে অনেকের সাথে চোখ রাংগিয়েছে !! এবার তার চোখ রাংগানি সয়ে যাবার পালা !!
১৬ অক্টোবর ২০১৭ সকাল ১০:৫৬
316944
বাকপ্রবাস লিখেছেন : এগুলো নাটক ও হতে পারে, কারন তারা তারাই, আবার ঠিকও হয়ে যেতে পারে, ওদিকে হিন্দুদের সাথে আওয়ামিলীগ এর একটু একটু দূরত্ব দেখা যাচ্ছে বিশেষ করে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের হিন্দুরা সরকারের এর বিরুদ্ধে কথা বলছে তায় পেছনের খবরটা জানা জরুরী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File