ঝগড়াঝাটি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ অক্টোবর, ২০১৭, ১১:০৯:৩০ সকাল

সূর্যকে বলে চাঁদ উল্টেপাল্টে যাক

ঘুমিয়ে কাটা কাল সকালে জাগবি মধ্য রাত।

সূর্য বলে চাঁদ, ফন্দিফিকির রাখ

টুম্পামনি স্কুল যাবে সকাল সাড়ে সাত।

পৃথিবীর মনে ভয়, কখন কি'যে হয়

মঙ্গল বলে ভয় পেয়না তা হবার নয়।

বুধ বৃহষ্পতি, ভাবনায় নেই যতি

শুক্র বলে মিছে ভাবনায় স্বাস্থ্যেরই ক্ষতি।

শনি বলল শোন, ইউরেনাস নেপচুন

দেখ আকাশে মেঘ করেছে গর্জে উঠে ধ্রুম!

আকাশ বলল থাক, ঝগড়াঝাটি রাখ

চন্দ্র সূর্য দিলাম ঢেকে বৃষ্টি পড়তে থাক।

বিষয়: বিবিধ

৫৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384158
০৮ অক্টোবর ২০১৭ দুপুর ০৩:১৭
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
০৮ অক্টোবর ২০১৭ বিকাল ০৫:০৮
316900
বাকপ্রবাস লিখেছেন : ধ ন্য বা দ ভা ই যা ন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File