--- পাখী ---
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৪৬:১৯ সকাল
গাছের ঐ পাতার ফাঁকে পাখীটা রোজই থাকে
দুপুরের নির্জনতায় আমাকে ভীষণ ডাকে।
ইশারায় আসছি দাঁড়া আছে কে আর তুই ছাড়া
ঘুমিয়ে আছে যারা দেবেনা তোকে সাড়া।
জাবি কি সঙ্গী পেলে আমাকে একলা ফেলে
কোন গাছে তুই বাঁধবি ঘর উষ্ণতার পালক মেলে।
তোকে যে পড়বে মনে ছিলি তুই আমার সনে
দুপুরের নির্জনতায় আমারই মনের বনে।
বিষয়: বিবিধ
৬৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন