অংক তোমার সূত্র তোমার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:৫২:৫০ সন্ধ্যা



তোমার অংক সূত্র তোমার

মিল হলোনা আসলো কামার

ঠুংঠাংঠুংঠাং শব্দ হলো

খাচার লোহায় অংক তোমার।

অংক খুঁজে পথ পালাবে

সূত্র এবার করাত চালাবে

ভাংবে তালা অংক এবার

পাল্টে গেল সূত্র তোমার।

অংক এবার মূক্ত স্বাধীন

নয়তো সে কারো অধীন

রইলনা আর ঘর শোবার

হোঁচট খেলো ভাবনা তোমার।

অংক এবার অসীম হারা

সূত্র ভাবে বন্দী ছাড়া

নয়তো জীবন চাইছে দু'বার

অংক তোমার সূত্র তোমার।

বিষয়: বিবিধ

৫৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File