-----ভয়------

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৪৭:১৩ বিকাল



আরেকটু বেশী হলে ভালো হয়

আরেকটু কম হলে মন্দ হয়

কম বেশী দু'টোই হলে কেমন হয়?

যা হবার তাই হোক ঝগড়াঝাটি নয়।

তোমার সাথে ঝগড়াঝাটি পারবনা

খুব বেশী ভয়, যখন বল ছাড়বনা।।

জানিনা কি ছিল অপরাধ

শূন্যতে ঘুরপাক খেল স্বাধ

জীবন গেল যৌবন গেল, আর না

পুরোনো গানে নতুন সুর ছাড়বনা।

নানা বাপু পারবনা থাপড়ে মশা মারবনা

কামড়ে যাক গালে ঝাপটাঝাপটি পারবনা।।

আরেকটা কম হলে মন্দ হয়

আরেকটু বেশী হলে ভালো হয়

কম হোক বেশী হোক আর নয়

দু'টোতেই আজকাল ঢুকে গেছে ভয়।

যতই বলো কাছে এসো মারবনা

আমার শুধু কানে বাজে ছাড়বনা।।

বিষয়: বিবিধ

৬০৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384066
২৫ সেপ্টেম্বর ২০১৭ দুপুর ০২:৩৮
হতভাগা লিখেছেন : এই ছাড়বেনা থ্রেট টা কি মামলা করবে সেটা বোঝাচ্ছে?
২৬ সেপ্টেম্বর ২০১৭ রাত ০৪:০৬
316870
বাকপ্রবাস লিখেছেন : Crying Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File