যতো চাও দেবো তাও

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৪৭:১১ সন্ধ্যা

রোহিঙ্গা দেবো চালও দেবো

নেইতো কোন দ্বন্দ

মিছে যারা বদনাম করো

নিতান্তই তা মন্দ।

দিয়েই গেল মায়ানমারে

নিন্দা কেন তবু

দেবার মাঝেই পরম সুখ

ভুলে যেওনা কভু।

বাংগালীরা নিয়েই গেল

লাশ আছে কিছু

যত পায় খায় খায়

শুধু চালের পিছু।

ভেলকি দিলাম আকাশ সীমায়

ঢুলকি বাজাও মিছে

লাগতে নয় খেতে এসো

রোহিঙ্গা খাওয়াবো পিষে।

বিষয়: বিবিধ

৫৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384014
১৯ সেপ্টেম্বর ২০১৭ রাত ০৯:৩২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ভাল লেগেছে। বেশ তির্যক কবিতা। কিছুটা প্রতিবাদীও! ধন্যবাদ কবিতার ভাষায় বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরার জন্য।
২০ সেপ্টেম্বর ২০১৭ রাত ০২:৩৬
316838
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেন খুব করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File