হায় আধুনিক সভ্যতা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৩০:০১ দুপুর
কাটাতার পেরুলেই বাংলাদেশ
নিশ্বাস নেয়া যাবে নির্ধিদ্বায়
লাখে লাখে রোহিঙ্গার সারি
আরাকান পুড়ে যায় পুড়ে যায়।
নাফ নদী পেরুলেই বাংলাদেশ
সোনার বালার দামে নদী পার
এপারে লাখো চোখ বারেবার
আরাকান পুড়ে ছায় পুড়ে ছায়।
মাঝনদী ডুবে যাওয়া তরীটা
ধরা হাত মা শিশু ভেসে যায়
কথা বল ও বাবু ,নিথর দেহ
মা তবু চুমু খায় চুমু খায়।
কতো বাবা ভাই মিলে দিল প্রাণ
মা, বোন দিয়ে গেল সম্ভ্রম
রক্ত পিপাসায় উম্মাদ গৌতম
নিথর শিশুর মুখে শব্দ নাই শব্দ নাই।
চেয়ে আছো চেয়ে থাকো বিশ্ব
তুমিও কি অসহায় নিঃস্ব
আহা তোমার আধুনিক সভ্যতা
আক্রোশ ভরা মনে হাসি পায় হাসি পায়।
- হায় আধুনিক সভ্যতা! / বাকপ্রবাস
বিষয়: বিবিধ
৬০৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন