টুম্পার যুক্তি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৩০:৩৯ দুপুর



যুদ্ধ আর দামামা

আর আমি পড়বনা

প্রশ্নের জবাব দাও

নইলে আর নড়বনা।

পড়ালেখা করে যারা

বানায় বোমা অস্ত্র

মানুষের ভয়ে মানুষ

থাকে কেন ত্রস্ত।

মূর্খরাই ঢের ভালো

এটম সে বানায়না

জাতিগত দাঙ্গার

অস্ত্র সে শানায়না।

বিজ্ঞান আর প্রযুক্তি

উন্নত হও যতো

হিংস্র আর বণ্য

হও কেন আরো অতো।

যতো ভয় দুনিয়ায়

অন্যায় অবিচার

মানুষের কাছে মানুষ

পায়নাতো সুবিচার।

শিক্ষিত জনে করে

যুদ্ধের পায়তারা

মূর্খরা বোঝেনা

মারপ্যাচে নাই তারা।

শিক্ষিতের মাথায় সব

বোমা বারুদ বুদ্ধি

পড়ালেখা করবো যদি

হয় মানুষ শুদ্ধি।

(বি.দ্র. প্রবাস বাস, কন্যাদের ছবি পাই কিছুদিন পরপর, ছবি পেয়েই লিখতে চেষ্টা করি তাদের নিয়ে, আর তায় এবারের ছবিগুলো সংযোজন করলাম, যে ছবিগুলো দেখে এই ছড়াটার জন্ম)





বিষয়: বিবিধ

৬০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File