দায়বদ্ধতা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৩৮:১৮ রাত
একাত্তর নিয়ে কবির সুমন এর একটা আক্ষেপ ছিল, যার মূলভাব হলো, বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে অথচ কলকাতার লেখক বা গায়ক এর কোন দায়বদ্ধতা নেই। কই তখনতো কেউ লিখতে আসলনা একাত্তর নিয়ে, এতবড় একটা ব্যাপার অথচ তারা সেটা এড়িয়ে গেছেন, একাত্তর কলকাতার লেখক ও গায়ককে আলোড়িত করেনি যার জন্য পরবর্তীতে কবির সুমন এর আক্ষেপ এবং দায়বদ্ধহীনের জন্য অনুশোচনাও ছিল।
একই আক্ষেপ ও দায়বদ্ধতাহীনতা আমাকেও পোড়াচ্ছে, আমাদের বড় কবি, সাহিত্যিক এবং গায়কদের রোহিঙ্গা আলোড়িত করতে পারছেনা কিংবা তাদের দায়বদ্ধতার জায়গা স্বীকার করতে চাইছেননা।
নবীণরা যদিও উতরে গেছেন, অন্তত ফেইসবুকে সোচ্ছার হয়ে লিখছেন যে যতটুকু পারছেন।
কবি নির্মলেন্দুগুণ অনেকটা সোচ্ছার ছিলেন সেটা ব্যক্তি নির্মলেন্দগুণ এর একটা অনন্য গুণ বলা যায়, সরাসরি যুদ্ধেরই আহ্বাণ করে দিয়েছেন বাকী রইল শিল্পের দায়বদ্ধতা।
বিষয়: বিবিধ
৫৯০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই মানবিকতার শিক্ষা উনারা তো বাংলাদেশীদেরকে দিতে পারেন রোহিঙ্গাদের ব্যাপারে।
মন্তব্য করতে লগইন করুন