স্বদেশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:৫৮:০৪ রাত
পাক ধরেছে চুলে
হরলিক্স খাই গুলে
এখনো পায় সাড়া
তোমার পরশ ছুলে।
আর কতো দূরে
রাখবে আমায় ঘুরে
দাও সাড়া দাও
দাও ধরা দাও
তোমার বাহু খুলে।।
তোমার ভাবনায়
চড়ে পাখনায়
কতো কী ভেবে
মন দোল খায়।
এখনো পায় সাড়া
তোমার পরশ ছুলে।।
বিষয়: বিবিধ
৭৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন