হাতি খাও সৈন্য দাও

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৩০:৩১ সকাল



ত্রাণ মেরেছে কি হয়েছে দান করেছে নেতা

ছোট্ট খাট্ট বিষয় নিয়ে কেন মাথা ব্যথা?

কাজ অনেক বাকী

ত্রাণ তবে রাখি

দান মেরে ঘুমায় নেতা ঝাপি দিয়ে কেথা।

জাগবে যখন আবার চাই অনেক খাবার

বণ্যার ত্রাণ আসবে যখন লুট হবে আবার

আবার হবে ত্রাণ

এভাবেইতো খান

হাতি খাবে সৈন্য যাবে চালটা এমন দাবার।

বি.দ্র : বাংলাদেশে অনুপ্রবেশকারী ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ান ত্রাণমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তান আবদুর রাজ্জাকের পাঠানো ত্রাণসামগ্রী নিজের নির্বাচনী এলাকার মানুষের মাঝে বিলি করে সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

বিষয়: বিবিধ

৭৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383942
০৮ সেপ্টেম্বর ২০১৭ রাত ০৯:১৯
তিতুমীর লিখেছেন : মগের মুল্লুক, who cares??
০৮ সেপ্টেম্বর ২০১৭ রাত ১০:৫৬
316797
বাকপ্রবাস লিখেছেন : হম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File