----- মুক্তি ----

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ আগস্ট, ২০১৭, ০৩:১৯:৩২ রাত

দুঃখিত তোমার কোন অনুরোধ রাখতে পারছিনা

তোমার কোন কথার আর ধার ধরছিনা

তুমি যাও তোমার রাস্তায় তোমার মতো করে

আমার অপেক্ষা তোমার জন্য নয় অন্য কিছুর তরে।

খাব কি খাবনা ভাত সেটা আমার ব্যাপার

তোমার কোন প্রয়োজন নেই সেই খবর নেবার

সুখী হবার মন্ত্রণা আমিও দিওনা, নিজে সুখি হও

মঙ্গলগ্রহের টিকেট কেটে চাঁদে ট্রানজিট লও।

তুমি তোমার গ্রহে ঘুমাও আমি আমার ঘরে

আমার নির্ঘুম রাত নয় তোমার, অন্য কিছুর তরে।

পান খাবো নাকি সিগারেট, নাকি দুটোই একসাথে

মাছ খাবো নাকি মাংস, নাকি দুটোই একপাতে

চাকরীটা ছেড়ে দিয়ে বেকার ঘুরবো পথে

একান্ত ব্যাপার সব নাক গলাবেনা কোনমতে।

তুমি যাও চলে তোমার মতো করে তুলে দিয়ে ঝড়

আমার শরীর কাঁপে একশত চার ডিগ্রী জ্বর।

বিষয়: বিবিধ

৪৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File