সুচিকে ডজন নোবেল দাও
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ আগস্ট, ২০১৭, ০৫:৪৮:১৯ বিকাল
নাফ নদীর লাল পানি
কেন হল কে জানি?
রক্ত ভেজা ছোপছোপ
বিশ্ব বিবেক রইল চুপ।
রাক্ষুসি তোর জবাব নাই
শান্তির নোবেল সুচি পায়।।
আগুন আগুন ধাওধাও
যুবতি কন্যা কোথায় যাও
উল্লাসে মাতে অসুর দল
মায়ের বুকে জগদ্দল।
রাক্ষসী তোর লজ্জা নাই
শান্তির নোবেল সুচি পায়।।
ঘ্যাচর ঘ্যাচর কচু কাটা
কাটল ধড় বুকের পাটা
কাঁদল শিশু মরার আগে
করুণা পরেনি তার ভাগে।
রাক্ষসী তোর রহম নাই
শান্তির নোবেল সুচি পায়।।
বিষয়: বিবিধ
৬০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন