********* ?
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ আগস্ট, ২০১৭, ০১:২৭:০৪ দুপুর
তোমার অনেক প্রতিশ্রুতি সবকি রোখো ঠিকই?
নাকি, থাকে কিছু বাকি
তোমার অনেক বিধিনিষেধ রাখা হয়না ঠিকই
শাস্তি দেবে নাকি!
তোমার অনেক প্রেম তোমার অনেক মায়া
তোমার অনেক রূপ নেই ছায়া কায়া
কঠোর তুমি নিঠুুর তুমি গুণের নেইতো বাকি
তোমার ভয়ে থাকি।
যুদ্ধ মহামারি ভীষণ বাড়াবাড়ি
এতো ডাকি থামাওনাতো হানাহানির গাড়ি
অসহায়ের আর্তনাদে তুমিও দিলে ফাঁকি?
উত্তর দেবে নাকি?
বিষয়: বিবিধ
৫২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন